হবিগঞ্জে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে হাসপাতালে রোগীদের জন্য ইলেকট্রিক কেটলি ও খাদ্য সামগ্রী প্রদান
প্রেস রিলিজ ডেস্ক
সত্যবাণী
হবিগঞ্জঃ ১৮ মে ২০২০ সোমবার বেলা ১টায় সিভিল সার্জন কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জল-এঁর হাতে আইসোলেশন ওয়ার্ডের রোগীদের জন্য পুনরায় গরম পানির উপকরন ২টি ইলেকট্রিক কেটলি ও ১ কার্টুন ড্রাইকেক বিস্কুট তুলে দেন।
এসময় সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির সিনিয়র সদস্য মীর দুলাল।তাছাড়া সোমবার বিকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সৈয়দ কামরুল হাসান এঁর সহায়তায় আইসোলেশন ওয়ার্ডের রোগীদের রান্না করা খাবার হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে করোনা রোগীদের নিকট পৌছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে,ইতিপূর্বে সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে ইলেকট্রিক কেটলি, ওয়াটার ফিল্টার শুকনো ফল করোনা রোগীদের জন্য কর্তৃপক্ষের মাধ্যমে সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী পৌছে দিয়েছেন।