আলী যাকেরের মৃত্যুতে ন্যাপের শোক
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব, নাট্য আন্দোলনের শীর্ষনেতা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, প্রগতিশীল বুদ্ধিজীবী, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক,আবৃত্তিকার, মুক্তিযুদ্ধ যাদুঘরের অন্যতম ট্রাষ্ট্রী ও বীর মুক্তিযোদ্ধা আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। এক শোকবার্তায় ন্যাপের কার্যকরী সভাপতি মিসেস আমিনা আহমদ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে দেশের সম্পদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তায় আমিনা আহমেদ বলেন, ‘আলী যাকেরের মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শুন্যতার সৃষ্টি হল, যা খুব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন এবং তাঁর পরিবারের সদস্যদের শোক সহ্য করার শক্তি দান করুন, এমনটিই আমাদের প্রার্থনা।’