ফরিদপুরের আদালত থেকে জামিন পেলেন নিক্সন চৌধুরী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ফরিদপুর: নির্বাচন কমিশনের (ইসি) দায়ের করা মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এমপি নিক্সনের কৌশলীগণ। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।চরভদ্রাসন উপজেলা পরিষদ উপ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করেছিল ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম। এই মামলায় উচ্চ আদালতে হাজির হয়ে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন এমপি নিক্সন চৌধুরী।আদালত দুই পক্ষের শুনানি শেষে ২ হাজার টাকা বন্ডের বিপরীতে এমপি নিক্সন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী সাংবাদিকদের বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে, আমি আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলার নিষ্পত্তি হবে। আমি লুঙ্গি, গামছা সঙ্গে নিয়েই আসছিলাম, আদালত যদি জামিন না দিতেন জেলে চলে যেতাম। আমি রাজনীতি করি, রাজনীতি করলে জেলে যাওয়া স্বাভাবিক।চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ নির্বাচন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এখানেও আমরা আইনি লড়াই করব। প্রেসিডিয়াম মেম্বার নিক্সন আর সাংসদ নিক্সন কি একই রকম এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রেসিডিয়াম মেম্বার হওয়ার পরে দায়িত্ব বেড়ে গেছে, সারাদেশ ব্যাপী যুবলীগকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

You might also like