বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদ (৭৩) আর নেই।বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ডা. সাঈদা আলম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ জুমা ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আনোয়ার উল আলম এক ছেলে সাঈদ আনোয়ার বিশাদ এবং এক মেয়ে সারাহ আনোয়ার রমোনাসহ অসংখ্য গুণগ্রাহী রখে গেছেন।আনোয়ার উল আলম শহীদ ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আব্দুর রাহীম এবং মাতার নাম বেগম ঈদ উন নেছা। পৈত্রিকনিবাস টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ইছাপুর গ্রামে। মহান মুক্তিযুদ্ধে আনোয়ার উল আলম শহীদের অবদান অপরিসীম। কাদেরীয়া বাহিনীর রণকৌশল নির্ধারণে তিনি সর্বদাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। মুক্তিযোদ্ধাদের উৎসাহ, অনুপ্রেরণা ও মনোবল বৃদ্ধির জন্য ১৯৭১ সালে কাদেরীয়া বাহিনীর সদর দপ্তর থেকে প্রকাশিত মুক্তিবাহিনীর মুখপত্র রণাঙ্গন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক হিসেবে আনোয়ার উল আলম শহীদের নাম ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

You might also like