ব্রিটেন ফেরত যাত্রীদের জন্য বাংলাদেশে ৭ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক
নিউজ ডেস্ক সত্যবাণী
ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরন দেখা দিয়েছে। তাই যুক্তরাজ্য ফেরত যাত্রীদের দেশে ঢোকার পর সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। সাত দিন শেষ হলে সরকারিভাবে কোভিড পরীক্ষা করে ছেড়ে দেয়া হবে। দেশের কোভিড পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
বুধবার সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে বিদেশ ফেরত যাত্রীদের জন্য জিন এক্সপার্ট মেশিন, মোবাইল পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জিন এক্সপার্ট মেশিনে কোভিড-১৯ পরীক্ষার মাধ্যমে দেশে নতুন আরেকটি প্রযুক্তি যুক্ত হল। এর আগে এ বছরের মার্চ থেকেই দেশে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়। শুরুতে মাত্র একটি পিসিআর ল্যাব ছিল। বর্তমানে ১১৮টি পিসিআর ল্যাব চালু করা হয়েছে। এর সঙ্গে অ্যান্টিজেন পরীক্ষা যুক্ত করা হয়েছে। আজ নতুনভাবে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা শুরু হল। সুতরাং কোভিড মোকাবেলায় আমরা সব দিক থেকেই সেবার মান বাড়িয়েছি। কোভিড মোকাবেলায় স্বাস্থ্য খাতের যথোপযুক্ত উদ্যোগ থাকায় দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে, ব্যবসা-বাণিজ্য চলমান রয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধিও ঊর্ধ্বমুখী রয়েছে।
মোবাইল পিসিআর ল্যাব প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ল্যাবটি এশিয়ার সর্বপ্রথম বিএসএল-২ সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের। যেখানে রোগীরা নিজের অবস্থানে থেকেই নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে করোনা পরীক্ষা ও অনলাইনে রিপোর্ট পাবেন। এছাড়াও উন্নত বিশ্বের মতো জরুরি প্রয়োজনে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে বা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে গিয়ে স্যাম্পল নেয়া এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে যথাসময়ে অনলাইনে রিপোর্ট দেয়ার সুবিধা থাকছে এ মলিক্যুলার ল্যাবে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগিতায় জিন এক্সপার্টের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা পরিচালনার জন্য আরটিপিসিআরের মতো তিনটি পৃথক কক্ষের প্রয়োজন হয় না। এ পদ্ধতিতে পিসিআর রি-এজেন্ট কার্টিজে আগে থেকেই দেয়া থাকে। তাই নিউক্লিক এসিড এক্সট্রাকশন, অ্যামপ্লিফিকেশন, ডিটেকশন প্রক্রিয়া কার্টিজের মধ্যে সম্পূর্ণ হয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন এমবিডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলাম, ডিএমএফআরের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান প্রমুখ।
বাংলাদেশ-যুক্তরাজ্য ফ্লাইট চলবে: যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। রাস্ট্রীয় ক্যারিয়ার বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সগুলোর ফ্লাইট চলাচলও অব্যাহত থাকবে। তবে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিশেষভাবে মনিটরিং ও আলাদা লাইনে পরীক্ষা করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এজন্য আলাদা মেশিন বসানো হয়েছে। সবাইকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বর্ধিতাংশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও দেশের জ্যেষ্ঠ নাগরিকদের জন্য আন্তর্জাতিক বহির্গমন হলে স্থাপিত কর্নার এবং সৈয়দপুর বিমানবন্দরে যাত্রী আগমনী লাউঞ্জের উদ্বোধন উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সার্বক্ষনিক লন্ডনের করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি। যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে ফ্লাইট বন্ধের বিষয়ে চিন্তা ভাবনা করা হবে। তবে এখন পর্যন্ত ফ্লাইট বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বন্দরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এ উন্নয়ন কর্মকান্ড সমাপ্তির পর দেশের বিমানবন্দরগুলো হবে যাত্রীদের জন্য আস্থা ও স্বস্তির জায়গা। যাত্রীদের সেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। বিমানবন্দরের যাত্রী সেবার মান বৃদ্ধি ও উন্নয়নের বিরুদ্ধে যেই কাজ করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।