সমাজসেবী আলহাজ্ব খলিলুর রহমানের ইন্তেকাল : সকলের দোয়া কামনা

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ ব্রিকলেনে দীর্ঘদিন বসবাসকারী ও সমাজসেবী,ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ্ব খলিলুর রহমান (৮৪)আজ ভোরে রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন )।তিনি ছিলেন বিলেতে বাঙালী কমিউনিটির প্রবীন ও সংগ্রামী নেতা মরহুম আলহাজ্ব তৈয়বুর রহমানের ছোট ভাই।আলহাজ্ব খলিলুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিজ ভাইয়ের সাথে জনমত গঠন ও ফাণ্ড গঠনে সার্বিক সহযোগিতা করেন ।তিনি বর্ণবাদী গুণ্ডাদের ব্রিকলেনে বিভিন্নভাবে মোকাবিলা করেন।নীরবে সমাজ সেবা ও মসজিদ -মাদ্রাসার খেদমত করে গেছেন মরহুম ইষ্টহামে বসবাস করতেন।মৃত্যুকালে স্ত্রী ,তিন ছেলে ,তিন মেয়ে ,নাতি নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুমের পৈত্রিক নিবাস ছিল ,জগন্নাথপুর উপজেলার হাসন ফাতেমাপুর গ্রামে সুরমা ট্রেভেলসের মালিক জনাবআখলাকুর রহমান খসরু ভাইয়ের পিতা এবং কৃতি ফুটবলার মাতাব উদ্দিনকমিউনিটি নেতা মুজিবুর রহমান ও জামাল খানের শশুড়।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী,পরহেজগার ও অমায়িক ব্যবহারের অধিকারী।তিনি সব সময় হাসিমুখে কথা বলতেন ।মহান আল্লাহ এই গুণী ব্যক্তিকে মাফ করে দিন ও শহিদী দরজা দান করুন ।পরিবারের পক্ষ থেকে কমিউনিটির সকলের দোয়া কামনা করা হয়েছে ।

You might also like