শোক সংবাদ সৈয়দা হাছনারা বেগমের ইন্তেকাল

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ নবীগঞ্জের নূরগাঁও নিবাসী অবসরপ্রাপ্ত উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মরহুম আব্দুল মুকছিত চৌধুরীর সহধর্মিনী এবং যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরীর (তালহা) মাতা সৈয়দা হাছনারা বেগম আর নেই। (ইন্না.. লিল্লা…হি..রাজিউন)। গেল ২৮শে জানুয়ারী বৃহস্প্রতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না.. লিল্লা…হি..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ২৯ জানুয়ারী শুক্রবার বিকেল চার ঘটিকায় নবীগঞ্জের নূরগাঁও ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।

তিনি বার্ধক্য ও দূরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন।মৃত্যুকালে তিনি চার পুত্র এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার তৃতীয়পুত্র বিশিষ্ট রাজনীতিবিদ যুক্তরাজ্য ব্এিনপি নেতা তানহা চৌধুরী (তালহা) মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চেয়েছেন। সৈয়দা হাছনারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি নেতা মাহমুদ এ রউফ, সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল সহ ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা। এক শোকবর্তায় তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You might also like