জনমত-এর এমডি জুনেদ চৌধুরীর মমতাময়ী মা আর নেই

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে কমিউনিটির কল্যানে নিবেদিত, বিশেষ করে পূর্ব লন্ডনে বাঙালি শিক্ষা ও আবাসন সমস্যা নিয়ে বিভিন্ন সফল ক্যাম্পেইনের উদ্যোক্তা ও নেতৃত্বদানকারী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, আন্তর্জাতিক চ্যারিটি সংগঠন আরডিএফ (রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন) এর চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর সহধর্মিনী এবং প্রাচীনতম বাংলা সাপ্তাহিকী জনমত এবং জনমত ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক, লন্ডন বাংলা প্রেসক্লাবের জীবন সদস্য, জনাব জুনেদ চৌধুরীর মা আর নেই। সোমবার (২৫ জানুয়ারী) অপরাহ্নে তিনি পূর্ব লন্ডনের রমফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মরহুমা বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত পরহেজগার ও পরোপকারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে, ৪ মেয়ে, ৪ জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুধু আত্মীয়-স্বজন নয়, উনার সহযোগিতা লাভকারী অসংখ্য মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। অনেকের কাছেই তিনি ছিলেন ভরসাস্থল। আরডিএফ এর বিভিন্ন সেবামূলক প্রজেক্টেও তিনি সব সময় সাধ্যমত অংশ নিতেন। তাঁর এই দানশীলতাই পুরো পরিবারকে মানুষের সেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করেছে।২৭ জানুয়ারী বুধবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা ইলফোর্ড মসজিদে অনুষ্ঠিত হয়। লকডাউন বিধিনিষেধের কারণে পরিবারের সদস্যরা এতে অংশ নেন। পরে তাঁকে গার্ডেন অব পিস কবরস্থানে দাফন করা হয়।দোয়া মাহফিল মরহুমার রুহের মাগফেরাত কামনা করে গত কয়েকদিন পারিবারিক উদ্যোগে বেশ কয়েকটি ভার্চ্যুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার রাতেই অনুষ্ঠিত দোয়া মাহফিলে সারা বিশ্ব থেকে প্রায় ৫ শতাধিক লোক অংশ নেন। মরহুমার মেয়ের জামাতা মাওলানা নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে ধর্মীয় আলোচনা পেশ করেন মাওলানা আসগর হোসাইন, মুফতি মাওলানা আব্দুল মুন্তাকীম, রিজেন্ট পার্ক মসজিদের ইমাম কাজী লুৎফুর রহমান সহ কয়েক জন আলেম। এছাড়া মরহুমার ছেলে জুবের আহমদ চৌধুরী, তালহা চৌধুরী, ফুজেল চৌধুরী, তাদের কয়েক জন মামা ও চাচা বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুল মুন্তাকীম।
বুধবার দাফনের পরও অনুরূপ এক দোয়া মাহফিলে কয়েক শত স্বজন অংশ নেন।
পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থনা
এদিকে, মরহুমার চার ছেলে জুবের আহমদ চৌধুরী, জুনেদ চৌধুরী, ফুজেল আহমেদ চৌধুরী ও তালহা চৌধুরী এবং চার জামাতা আবু তাহের চৌধুরী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, নাজমুল ইসলাম শাহান ও ছালেহ আহমদ পরিবারের পক্ষ থেকে তাদের মায়ের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে যারা নানা মাধ্যমে পরিবারের পাশে থেকেছেন এবং দোয়া করেছেন, তাদের সকলের প্রতিও তাঁরা কৃতজ্ঞতা জানান। কঠিন এই সময়ে দেশ-বিদেশের অসংখ্য মানুষের ভালোবাসা ও দোয়ার বরকতে তাঁরা ধৈর্য্য ধারণের শক্তি পেয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক
সাপ্তাহি জনমত এর ম্যানেজিং ডিরেক্টর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের জীবন সদস্য, বিশিষ্ট কন্সট্রাকশন ব্যবসায়ি জনাব জুনেদ চৌধুরীর মাতৃবিয়োগে প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছ্।
এক শোকবার্তায় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের ও কোষাধ্যক্ষ আসম মাসুম বলেন, আমাদের একজন সহকর্মীর মায়ের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেসক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত। জনাব জুনেদ চৌধুরী সহ তাঁর পরিবার পরিজন যেন এই শোক সইতে পারেন, সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
সাপ্তাহিক পত্রিকার শোক
সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক জনাব মোহাম্মদ বেলাল আহমদ এক শোকবার্তায় সাপ্তাহিক জনমত এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জুনেদ চৌধুরীর মমতাময়ি মায়ের মৃত্যুতে পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি বলেন, জনাব জুনেদ চৌধুরীর মমতাময়ি মায়ের এই আকস্মিক মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। আমরা শুধু দোয়া করি আল্লাহ যেন মরহুমাকে জান্নাতবাসী করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার ক্ষমতা দেন।
জনমত পরিবারের শোক
পূব লন্ডনে বাঙালি কমিউনিটির কল্যানে এক সময় যাঁরা দিনরাত পরিশ্রম করতেন, নানা ইস্যূতে সোচ্চার হতে ক্যাম্পেইন চালাতেন এবং মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতেন, তাদের অন্যতম আলহাজ্ব শামসুজ্জামান চৌধুরীর সহধর্মিনী, এবং সাপ্তাহিক জনমত এর ম্যানেজিং ডিরেক্টর জুনেদ চৌধুরীর মাতার ইন্তেকালে জনমত পরিবার গভীরভাবে শোকাহত। জনমত এর পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলা হয়, ক্যানন স্ট্রিটে আলহাজ্ব শামসুদ্দিন চৌধুরীর বাসা যখন কমিউনিটি এক্টিভিস্টদের আনাগোনায় দিন-রাতের অধিকাংশ সময় সরগরম থাকতো, তখন পর্দার আড়াল থেকেই ভূমিকা রাখতেন মিসেস শামসুদ্দিন চৌধুরী। তিনি ছিলেন চৌধুরী পরিবারের অন্যতম স্তম্ভ। তাঁর মৃত্যুতে সমাজহিতৈষিনী এক মহিয়সি নারীকে আমরা হারালাম।শোকবার্তায় জনমত পরিবার মরহুমার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

You might also like