দেশে করোনায় ২৪ ঘণ্টায় ১৩ মৃত্যু, শনাক্ত ৪৩৮

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৬২ জনে।একই সময়ে নতুন ৪৩৮ রোগীসহ এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জনের।বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।দেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।২০২০ সালের ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ফলে একই বছরের ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

You might also like