স্যার টম মুরের প্রতি শ্রদ্ধা জানালো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

নিউজ ডেস্ক
সত্যবাণী

টাওয়ার হ্যামলেটসঃ লকডাউনের সময় গোটা জাতিকে যিনি উদ্বুদ্ধ করেছিলেন,সেই ক্যাপ্টেন স্যার টম মুর আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।গত বছরের এপ্রিল মাসে ১০০ বছর বয়সে পা দেয়ার প্রক্কালে নিজের বাড়ির বাগানে ১০০ বার প্রদক্ষিণ করে ১ হাজার পাউন্ড তহবিল সংগ্রহের চ্যালেঞ্জ ঘোষনার মধ্য দিয়ে তিনি জাতীয় সম্পদে পরিণত হয়েছিলেন।শেষ পর্যন্ত তিনি সারা বিশ্বের মানুষের ভালোবাসায় ৩২.৭ মিলিয়ন পাউন্ড তহবিল তুলে এক অনন্য রেকর্ড সৃষ্টি করেন।

সাবেক এই সেনা ও জাতীয় বীরের প্রতি শ্রদ্ধা জানাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মালবেরি প্লেসের টাউন হল এবং বো’র আলবার্ট জ্যাকব হাউজের বাইরে জাতীয় ফ্ল্যাগ ইউনিয়ন জ্যাক অর্ধনমিত করে উত্তোলন করা হয়।তাঁর প্রয়ানে বারাবাসীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে মেয়র জন বিগস বলেন, স্যার টম মুর ছিলেন এমন এক নায়ক যিনি তার তাঁর তহবিল সংগ্রহের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছিলেন।যখন আমরা সবাই মহামারীর চ্যালেঞ্জের মুখে ছিলাম, তখন তিনি আমাদের আশা, দৃঢ়তা এবং কমিউনিটির অন্যদের নিয়ে চিন্তাভাবনা করার সুমহান চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন।লন্ডনের ইস্ট এন্ডে আমরা এই চেতনাকেই সব সময় গুরুত্ব দিয়ে থাকি। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

You might also like