বিদেশি নাগরিক বিয়ে করলে সরকারি চাকরি বাতিল
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ৩৮তম সিভিল সার্ভিস ক্যাডারে (বিসিএস) ৭৩৮ জনকে (সাধারণ শিক্ষা) নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।প্রজ্ঞাপনে ১৩টি শর্ত দেয়া হয়েছে। এরমধ্যে একটি হচ্ছে নিয়োগপ্রাপ্ত কেউ যদি বিদেশি নাগরিক বিয়ে করে থাকেন বা অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন তবে এ নিয়োগ পত্র বাতিল হবে।এছাড়াও শর্তে রয়েছে, মুক্তিযোদ্ধা সনদে যাদের চাকরি হয়েছে তাদের সনদ যাচাই-বাছাই করা হবে। যদি সনদ জাল প্রমাণিত হয় তবে তাৎক্ষণিকভাবে তার নিয়োগপত্র বাতিলসহ ফৌজদারি মামলা দায়ের করা হবে।