নারী সাংবাদিকের জীবন ধ্বংসের হুমকি দেওয়া বাইডেনের সহকারীর পদত্যাগ

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ রিপোর্টারকে জঘন্য হুমকির জেরে বাইডেনের এক সহকারী পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।শনিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলেও হোয়াইট হাউস থেকে জানানো হয়।হোয়াইট হাউসের ডেপুটি মুখপাত্র টিজে ডাকলোকে তার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার কারণে তিনি রিপোর্টারকে শেষ করে দেয়ার হুমকি দিয়েছিলেন। এ কারণে এক সপ্তাহের জন্য তাকে বিনা বেতনে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু এখন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মতে, সাংবাদিক তারা পালমেরি রিপোর্টার অ্যালেক্সি ম্যককমোন্ডের সাথে ডাকলোর কয়েক মাসের পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। ডাকলো তখন পালমেরিকে ফোনে শেষ করে দেয়ার হুমকি দেন।টুইটারে এক বিবৃতিতে অসহনীয় আচরণের কথা তুলে ধরে ডাকলো বলেন, ‘আমার দু:খ প্রকাশের কোন ভাষা নেই। এটি খুবই জঘন্য, অমর্যাদাকর ও অগ্রহণযোগ্য মন্তব্য ছিল।’তিনি আরও বলেন, তার এই কথা হোয়াইট হাউসের অন্য সহকর্মীসহ প্রেসিডেন্ট জো বাইডেনকে লজ্জিত ও অসন্তুষ্ট করেছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর বাইডেন অন্যদের সাথে অসদাচরণের বিষয়ে হোয়াইট হাউস স্টাফদের সতর্ক করে দিয়েছিলেন।২০২০ সালের নির্বাচনী প্রচারণাকালে জো বাইডেনের জাতীয় প্রেস সচিবের দায়িত্ব পালন করেন ডাকলো।

You might also like