৭ দিনে টিকা নিলেন ৯ লাখ মানুষ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন এ পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন এবং নারী দুই লাখ ৭৯ হাজার ৫৬৪ জন। টিকা গ্রহনকারীদের মধ্যে ৪২৬ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।রবিবার (১৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার সারাদেশে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ জন, আর নারী ৫৬ হাজার ৫০৫ জন। তবে রবিবারে টিকাগ্রহীতার সংখ্যা শনিবারের চেয়ে কম। শনিবার (১৩ ফেব্রুয়ারি) টিকা নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, রবিবার সারাদেশে টিকা গ্রহণকারী এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে নিয়েছেন ৪৫ হাজার ৯৪ জন, ময়মনসিংহ বিভাগে সাত হাজার ৩৫৭ জন,খুলনা বিভাগে ১৯ হাজার ৮০২ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ১৯৮ জন, সিলেট বিভাগে ১৩ হাজার ১৯৬ জন,চট্টগ্রাম বিভাগে ৩৯ হাজার ৭০৩ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৯৬৫ জন ও রংপুর বিভাগে ১৫ হাজার ২১৮ জন টিকা নেন।

অপরদিকে, ঢাকা মহানগরীর ৪৬টি হাসপাতালে রবিবার টিকা নিয়েছেন ২২ হাজার ৯৮২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি এক হাজার ৩২৪ জন টিকা নিয়েছেন।গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করেন। পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর সরকারি পাঁচটি হাসপাতাল এবং পরে ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনেছে বাংলাদেশ।

You might also like