২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন জানিয়েছেন, ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যে অগ্রাধিকার বাজার সুবিধা (জিএসপি) পাবে বাংলাদেশ।বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।বাংলাদেশ-যুক্তরাজ্য প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন নিয়ে ব্রিটিশ হাইকমিশনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জানান, দুই ধাপে তিন বছর করে যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ। প্রথম ধাপে ২০২৪ সাল আর দ্বিতীয় ধাপে ২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা দেওয়া হবে।

You might also like