বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডন: বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত ২৮ শে ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যা ৭টায় এক ভার্চুয়াল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক মিনিট নীরবতা পালন ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ মহান একুশে গানের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে একুশের ঐতিহাসিক প্রামান্য চিত্র উপস্হাপন করেন বি, এইচ, এ, যুব ফোরামের সদস্য অমিত দেব।

সংগঠনের সভাপতি প্রশান্ত পুরকায়স্থের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও নিউহ্যামের এমপি  স্টিফেন টিমস।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, আসুন আমরা মাতৃভাষা দিবস ও নববর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শিক্ষায় উদ্বুদ্ধ করি।

বিশেষ অতিথির বক্তব্যে স্টিফেন টিমস্ এম, পি, আশা প্রকাশ করেন যে, বাঙালী ছেলে মেয়েরা ইংরেজী লেখাপড়ায় ভাল ফল করার সাথে সাথে বাংলা ভাষায়ও দক্ষতা অর্জন করবে।

প্রধান আলোচক লীড্সের পূরবী বাঙ্গালী সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জনাব আব্দুল কুদ্দুছ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্টায় একুশে ফেব্রুয়ারির ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি ড: মুহাম্মদ শহীদুল্লার উদ্ধৃতি দিয়ে বলেন, বাংলার হিন্দু অথবা বাংলার মুসলিম যেমন সত্য তেমনি সত্য আমরা সবাই বাঙ্গালী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই ইউকের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান গৌস সুলতান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাকীব, সাংস্কৃতিক কর্মী ও কবি টি ,এম, আহমেদ কায়সার ও বি, এইচ, এ, ইউকের সদস্যবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ পরিবেশনায় ছিল সংস্কৃত, বাংলা, ইংলিশ, ফ্রান্স, ইটালীর ভাষায় বহুভাষিক গান ও একুশের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।

ছোট্টমনীদের গান ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে কৃষ্ণ শীল, অর্পিতা ঘোষ, স্বয়ম দাম, প্রিয়ম পুরকায়স্থ, স্মিতা দে, পালমীরা তারণ, অনন্যা পোদ্দার, শুভাঙ্গী দাম, রীতি দাম, রাজন্যা দে, বিরজা দে, অভিরূপ দত্ত বণিক, রেশী দেব, অর্ক ঘোষ ও অনীক ঘোষ।
এসোসিয়েশনের সদস্যদের মধ্যে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু গোস্বামী, অমলেন্দু শেখর পোদ্দার, শম্পা সেন, মুন্নী চক্রবর্তী, স্বরলিপি দত্ত, অনুসূয়া পাল এবং অতিথি শিল্পী রীপা রাকীব । কবিতা আবৃত্তি করেন শাহীন মিতুল, ড: কানিজ ফাতেমা চৌধুরী, দীপালী সেন ও বীথি দাশ। সার্বিক পরিকল্পনা ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী ও সহ সাংস্কৃতিক সম্পাদিকা মহামায়া শীল ।
পরিশেষে এসোসিয়েশনের সহসভাপতি রবীন পালের বক্তব্যে ধন্যবাদ জ্ঞাপন ও স্বরলিপি দত্তের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

You might also like