ফকির আহমদ আলী শাহ (রহঃ)’র ৮১তম বার্ষিক ওরশ সম্পন্ন

নিউজ ডেস্ক
সত্যবাণী

সিলেট: মরমী সাধক,পীরে কামেল,শাহ সূফী,ফকির হযরত আহমদ আলী (রহঃ)’র ৮১তম বার্ষিক ওরশ মাহফিল গত (৫ মার্চ) শুক্রবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। সিলেটের সদর দক্ষিণ উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ারমুখস্থ মাজার প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।বার্ষিক ওরশ মাহফিল উপলক্ষে মাজার কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। গৃহিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, গিলাফ ছড়ানো, আলোচনা সভা, ভক্তিমুলক গানের আসর এবং জিকির-আজকার। ভোরে আখেরি মোনাজাত শেষে বিতরণ করা হয় তবরক।

বাদ এশা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেতলি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আজমল আলী। গীতিকার আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজার ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া। প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বর্তমান সিটি কাউন্সিলর, সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খান। স্বাগত বক্তব্য রাখেন মাজারের মোতওয়াল্লি ফকির শাহ নোয়াব আলী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বাংলাদেশ দলিল লেখক সমিতি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সভাপতি আলহাজ্ব মোঃ ফরিদুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য এ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস

ছত্তার, বীর মুক্তিযোদ্ধা রণলাল দাশ সুরেশ, নগরির ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ শেমিম, দক্ষিণ সুরমা কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জুবায়ের, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মতিন, আব্দুল খালিক খালেদ ও জামাল উদ্দিন। পুরো অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন মাজারের খাদেম ইউসুফ আলী, লালু মিয়া ও মুহিবুর রহমান। পরে ভক্তিমুলক গানের আসরে সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য বাউল শিল্পীবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, এবারের ওরশ মাহফিলে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়।

You might also like