৭ই মার্চের সেই ভাষণ সাহস যোগায় রোজ
৭ই মার্চের সেই ভাষণ সাহস যোগায় রোজ
সৈয়দ আনাস পাশা
এক, দুই, তিন,
শেখ মুজিবের কন্ঠে বাজে
স্বাধীনতার বিন।
চার, পাঁচ, ছয়,
শোষন, বৈষম্য, বঞ্চনা
আর নয়, আর নয়।
সাত, আট, নয়,
তর্জনী উচিয়ে বঙ্গবন্ধু
মুক্তির কথা কয়।
দশ, এগারো, বারো,
বাংলা নামের দেশটা মোদের
আর নয় কারো।
তেরো, চৌদ্ধ, পনেরো,
হিন্দু-মুসলিম রাস্তায় নামো
পাকি হানাদার ধরো।
ষোল, সতেরো, আটারো,
জয় বাংলা বলে সবাই
দেশটা স্বাধীন করো।
উনিশ, বিশ, একুশ,
৭ই মার্চের সেই ভাষণ
সাহস যোগায় রোজ॥
লন্ডন
৭ই মার্চ’২০২১
(লেখক: সাংবাদিক, প্রধান সম্পাদক, সত্যবাণী)