আইসিসিকে নিয়ে শোয়েব আখতারের বিস্ফোরক মন্তব্য

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের সাবেক গতিতারকা শোয়েব আখতারের মতে, গত দশ বছর ধরে ধীরে ধীরে ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে আইসিসি। করোনা ভাইরাসের লকডাউনে বসে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।শোয়েবের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের অধিক প্রচলের কারণে এখন ফাস্ট বোলাররা বোলিং করছেন ধীরে আর স্পিনারদের গতি বাড়ছে আগের চেয়ে বেশি। যে কারণে এখন আর শোয়েব আখতার-শচিন টেন্ডুলকারের মতো বিখ্যাত দ্বৈরথ দেখা যায় বলে মনে করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব বলেছেন, ‘আপনি স্পষ্টভাবে একটা কথা বলি? তারা (আইসিসি) ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। আমি সরাসরিই বলছি, গত ১০ বছরে তারা ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। আমি বলবো, খুব ভালো করেছেন, যেমনটা ভেবেছিলেন, ঠিক তেমনটাই করতে পেরেছেন।পাকিস্তানের এই সাবেক পেসার আইসিসিরি পরিবর্তিত নিয়মগুলো নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন, ‘আমি বারবার বলছি ওভারে বাউন্সারের নিয়মটা (প্রতি ওভারে সর্বোচ্চ ১টি) বদলানো উচিৎ। কারণ আপনি এখন দুই নতুন বল দিয়ে খেলেন এবং মাত্র চারজন ফিল্ডার থাকে বাইরে। আপনি আইসিসিকেই জিজ্ঞেস করুন, গত ১০ বছরে ক্রিকেটের মান বেড়েছে নাকি কমেছে। এখন শচিন-শোয়েবের সেই দ্বৈরথটা কই?’

You might also like