ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে মুজিববর্ষে শপথ করি প্লাষ্টিক দুষন রোধ করি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা

আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুর রহমান, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাকির আমিন। এসময় সভায় উপস্থিত ছিলেন আমার বাড়ী আমার খামার প্রকল্পের সমন্বয়ক জুলকারনাইন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, বাউবি আঞ্চলিক কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তার উচ্চমান সহকারী ও বাবা লোকনাথ আশ্রমের সভাপতি অরুন অধিকারী, উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন।

শেষে একই স্থানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ রশীদের সভাপতিত্বে অনুষ্টিত সভায় ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরে বলেন, নৌ পথে চাঁদাবাজী অন্য সময়ের চেয়ে অনেকাংশ হ্রাস পাওয়া সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। বিজিবি সদস্য আব্দুল কাদের বলেন, সীমান্তে চোরা চালান ও মাদক পাচার বিষয়ে বিজিবি তৎপর রয়েছে। উপজেলা আনসার বিডিবির কর্মকর্তা শফিকুর রহমান বলেন আনসার সদস্যগন নির্বাচনী মাঠে কাজ করতে প্রস্তুত রয়েছে।

You might also like