টিকা নিয়েছেন ৪৮ লাখ, নিবন্ধন ৬২ লাখ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ দেশে প্রায় সাড়ে ৪৮ লাখ মানুষ করোনাভাইরাসের টিকা নিয়েছেন। আর নিবন্ধন করেছেন প্রায় ৬২ লাখ মানুষ।রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এরমধ্যে ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন পুরুষ এবং ১৮ লাখ ৪৪৭ জন নারী রয়েছেন। আর ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮০ হাজার ২২২ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ এবং নারী ৩৬ হাজার ২১১ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ৭২ হাজার ৪৪৮, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ১৬ হাজার ২২১, চট্টগ্রাম বিভাগে নয় লাখ ৮৮ হাজার ৭৯, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৬৪৮, রংপুর বিভাগে চার লাখ ৭৮ হাজার ২৫৮, খুলনা বিভাগে ছয় লাখ ৩২ হাজার ৪৮৮, বরিশাল বিভাগে দুই লাখ ১৬ হাজার ২৮৪ এবং সিলেট বিভাগে দুই লাখ ৫৪ হাজার ৯২২ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।