শাল্লায় সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে যুক্তরাজ্য উদীচী

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদ। সংগঠনের পক্ষে সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আমিনা আলী প্রদত্ত এক বিবৃতিতে বলা হয়, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তির আগ মুহূর্তে হিন্দু ধর্মাবলম্বীদের গ্রামে আক্রমণ প্রমাণ করে শাসকশ্রেণি অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম থেকে অনেক পিছিয়ে আছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বী, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা এবং লালমনিরহাটে ধর্মের নামে হত্যার বিচার না হওয়ায় সাম্প্রদায়িক শক্তি একের পর এক অপকর্ম করে যাচ্ছে। এই অপশক্তিকে তোষণ নয়, কঠোর হাতে দমন করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, সুনামগঞ্জে প্রশাসনের নীরবতা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের অবনতি ঘটাবে এবং ধর্মের রাজনৈতিক ব্যবহারকেই প্রশ্রয় দেওয়া হবে | উদীচী যুক্তরাজ্য সংসদ ন্যাক্কার জনক এই ঘটনার নেপথ্য থাকা উস্কানি দাতারাসহ জড়িত সকল দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছে |

You might also like