প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর প্যারেড গ্রাউন্ডে ষষ্ঠদিনের অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবারের (২২ মার্চ) প্রতিপাদ্য ‘বাংলার মাটি, আমার মাটি’।

সোমবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানের শুরুতেই শত শিশুর কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে শুরু হয় ১০ দিনব্যাপী এই অনুষ্ঠান। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এটি আয়োজন করেছে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি।

You might also like