ছাতকে মেয়ে শ্লীলতাহানীর শিকার ও মা আহত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে কুড়ানো লাকড়ী আনতে গিয়ে মেয়ে শ্লীলতাহানীর শিকার ও মাকে মারপিঠ করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের মৃত. করম আলীর মেয়ে রুনা বেগম বাদী হয়ে গত রোববার (২৩ মার্চ) ছাতক থানায় মামলা নং-২৪ দায়ের করা হয়। এতে একই গ্রামের মৃত. জফির আলীর ছেলে আশিক আলী ও মৃত. ইছনাই মিয়ার ছেলে জালু মিয়াকে আসামী করা হয়েছে। অভিযোগ সুুত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে কুড়ানো লাকড়ী নিয়ে আসার জন্য পুকুর পাড়ে যান রুনা বেগম। এ সময় জালু মিয়া পুকুর পাড়ে এসে রুনা বেগমকে অশ্লীল ভাষায় গালিগারাজ করেন ও হাতে থাকা লাঠি দিয়ে মারপিঠ করেন। চিৎকার শুনে রুনা বেগমের মা সিরাজুন নেছা এগিয়ে এসে বাঁধা দিলে লাঠির আঘাতে সিরাজুন নেছা আহত হয়েছেন অভিযোগে উল্লেখ করা হয়।এর পর সিরাজুন নেছাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী ও চিকিৎসা দেওয়া হয়। এর আগে গত ১৬ মার্চ একই পুকুর পাড়ে লাকড়ী সংগ্রহ করতে গেলে রুনা বেগমের জায়গায় অনাধিকার প্রবেশ করে আশিক আলী অশ্লীল ভাষায় গালিগালাজ,মারপিঠ ও কাপড় ছোপড় খুলে বিব¯্র করে রুনা বেগমের শ্লীলতাহানী ঘটানো হয়।এ বিষয়ে ছাতক থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

You might also like