শাল্লায় ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ আপন নামের আটককৃত যুবক ফেইসবুক ফেইজে হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেয়ায় তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে । এই পোস্টকে কেন্দ্র করে নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা, সেই ঝুমন দাস আপনের (২৩) বিরুদ্ধে গতকাল বুধবার ২৪ মার্চ রাতে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল করিম নিজে বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শাল্লা থানায় এ মামলাটি দায়ের করেন ।

এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে ফেইসবুকে অশালিন পোস্ট করায় ঝুমন দাসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ১৬ মার্চ রাতে আটকের পর তাঁকে ১৭ মার্চ ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি বর্তমানে কারাগারে।

You might also like