বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর অপেক্ষায় আছি: মোদি

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ সফর ঘিরে নিজের অনুভূতি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে তার সমাধিতে যাওয়ার জন্য অপেক্ষায় আছি। শুক্রবার বাংলাদেশে আসার আগে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের এই প্রধানমন্ত্রী দু’দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুস্পষ্ট কিছু বিষয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন।ভারতের প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির সূচনা হওয়ার পর তার প্রথম বিদেশ সফর একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশে হচ্ছে; যে দেশটির সঙ্গে ভারতের গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমি খুশি যে, কোভিড-১৯ মহামারির সূচনা হওয়ার পর আমার প্রথম বিদেশ সফরটি আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশে হবে; যে দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক, ভাষাগত এবং জনগণ থেকে জনগণের গভীর সম্পর্ক রয়েছে।আগামীকাল সকাল ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ছাড়াও বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসবেন।নরেন্দ্র মোদি বলেন, আমার এই সফর কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির প্রশংসা করার একটি উপলক্ষ হবে না। বাংলাদেশের এমন অর্জনে ভারতের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে।

You might also like