বাংলাদেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিলো যুক্তরাজ্য
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ করোনা সংক্রমণ রোধে ৯ এপ্রিল থেকে বাংলাদেশ সহ ৪ টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া এবং বাংলাদেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, নতুন ভেরিয়েন্টের করোনা বিস্তার রোধে এ ব্যবস্থা গ্রহণ করেছে ইংল্যান্ড। আপাতত এই চার দেশকে লাল তালিকায় রেখেছেন তারা। শুক্রবার ৯ এপ্রিল ভোর ৪ টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়।ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী বা যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রাপ্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে ব্যতিক্রম ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তাদের যুক্তরাজ্যে প্রবেশের পর নিজ খরচে ১০ দিন সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।