২৬ মার্চকে ওয়াশিংটনে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

নিউজডেস্ক
সত্যবাণী

বাংলাদেশঃ ২০২১ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’র মেয়র মুরিয়েল বাউসার। শনিবার (৩ এপ্রিল) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরিয়েল বাউসার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।মেয়র মুরিয়েল বাউসার স্বাক্ষরিত এক ঘোষণায় আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্ফুটিত হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তরিত হচ্ছে।

You might also like