এমপি আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।রবিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর মিরপুর-১৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আসলামুল হক মারা যান।

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানান। তার মৃত্যুতে শোক জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক। সত্যিই খুব কষ্টকর। এই সংসদের বেশ কয়েকজনকে আমরা হারালাম। আসলাম সুস্থ ছিলেন। গতকালও সংসদে এসেছিলেন। আজকে নেই। এটাই হচ্ছে বাস্তবতা। এটাই হচ্ছে মানুষের জীবন। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও আসলামুল হকের মৃত্যুতে সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।মৃত্যুকালে আসলামুল হকের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আসলামুল হকের জন্ম ১৯৬১ সালে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

You might also like