আইজেলওয়ার্থ দ্বীন সেন্টারের সংবাদ সম্মেলন: লাইভ আপিলে দানের আহবান
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডনঃ ওয়েষ্ট লন্ডনের হাউন্সলো বারাধীন আইজলওয়ার্থ এবং এর পার্শ্ববর্তী এলাকা রিচমন্ড, টুইকেনহাম, উইটন, হ্যানওয়ার্থ ও ব্রেন্টফোর্ড এ কোন মসজিদ বা সেন্টার নেই্। তাই এলাকায় বসবাসরত মুসলিম কমিউনিটি দীর্ঘদিন যাবত একটি মসজিদের স্বপ্ন দেখে আসছিলেন। তাদের সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।আইজলওয়ার্থ দ্বীন সেন্টার (আডিসি) মসজিদ প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যেই প্রায় মিলিয়ন পাউন্ডে একটি পাব কিনেছে, সেজন্য তারা কাউন্সিল থেকে প্লানিং পারমিশনও পেয়েছে। কিন্তু বিল্ডিংয়ের রিফার্বিশমেন্ট কাজের জন্য তাদের ৫শ‘হাজার পাউন্ডেরও বেশি অর্থের প্রয়োজন। কাজ শেষ হলে তারা প্রতিষ্ঠানটি চালু করতে পারবেন। এজন্য এই রামাদ্বানকে সামনে রেখে তারা ব্যাপক ফান্ড রেইজিং প্রোগ্রাম হাতে নিয়েছেন। এরই অংশ হিসেবে ২১ এপ্রিল, বুধবার সেন্টারের পক্ষ থেকে চ্যানেল এস এ লাইভ চ্যারিটি আপিলের উদ্যোগ নেয়া হয়েছে।
আইডিসি‘র বিস্তারিত কার্যক্রম, প্রজেক্টের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা ও ফান্ড রেইজিং তৎপরতা ইত্যাদি কমিউনিটির সামনে তুলে ধরতে ১১ এপ্রিল লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাথে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন রাখেন সেন্টারের চেয়ার মাসুদুর রহমান, প্রজেক্ট প্রেজেনটেশন দেন এমসি মেম্বার আজিজ বারী, কোরআন তেলাওয়াত ও দোআ পরিচালনা করেন আইডিসি ইমাম শায়খ আবু সাঈদ আনসারী। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন আইডিসি মেম্বার, সাংবাদিক আকবর হোসেন।
সংবাদ সম্মেলনে বাংলা মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী, সেক্রেটারী মুহাম্মদ জুবায়ের, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে আবু তাহের চৌধুরী, প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাপ্তাহিক সুরমা‘র প্রধান সম্মাদক কবি ফরিদ আহমদ রেজা,সম্পাদক শামসুল আলম লিটন, সাপ্তাহিক দর্পন সম্পাদক রহমত আলী, সাপ্তাহিক দেশ সম্পাদক
তাইসির মাহমুদ, সুরমা‘র বার্তা সম্মাদক কবি আব্দুল কাইয়ূম, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন-বাংলা প্রেসক্লাবের এসিস্ট্যান্ট সেক্রোটারী মতিউর রহমান চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের এমসি মেম্বার নাজমুল হোসাইন, সানরাইজটুডে সম্পাদক এনাম চৌধুরী, সাংবাদিক বদরুজ্জামান বাবুল প্রমূখ।উপস্থিত সাংবাদিকরা আইডিসি‘র মসজিদ প্রজেক্ট‘র অগ্রগতি সম্পর্কিত তথ্য জেনে খুশি হন এবং প্রজেক্ট বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। সেন্টারের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয় এবং সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানানো হয়।