মেট্রোরেলের প্রথম ট্রেন ঢাকায় আসছে আজ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মেট্রোরেলের ছয়টি কোচের প্রথম চালান আজ বুধবার ঢাকায় আসছে। এদিন দুপুর ৩টার দিকে কোচ বহনকারী বার্জ তুরাগ নদীর তীরে নবনির্মিত ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে আগামী ২৩ এপ্রিল বড় ট্রলিতে করে উত্তরায় মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।ডিএমটিসিএল কর্তৃপক্ষের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।গত ৩১ মার্চ বিকেল ৪টা ১৮ মিনিটে মেট্রোরেলের ছয়টি কোচ বহনকারী জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরে পৌঁছে। ৪ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে।

You might also like