২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমল খোলা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ সামাল দিতে চলমান সর্বাত্মক লকডাউনের মাঝে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খুলে দিচ্ছে সরকার।শুক্রবার (২৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে।মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, চলমান লকডাউনে আগামী ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে সংশ্লিষ্ট বাজার/সংস্থার ব্যবস্থাপনা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।