প্রজ্ঞাপন জারি : বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৬ মে পর্যন্ত
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ বৈশ্বিক দুর্যোগ করোনার বিষাক্ত ছোবল মোকাবিলায় দেশজুড়ে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বুধবার (৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, করোনা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই সময়ের মাঝে দোকানপাট শপিংমল চালু থাকবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। পাশাপাশি জেলায় জেলায় বাস চললেও আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া আগের মতোই বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ চলাচল।প্রজ্ঞাপনে আসন্ন ইদুল ফিতরের ছুটিতে সবাইকে স্ব স্ব কর্মস্থলে থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে চলাচলে বিধিনিষেধ বা লকডাউন ঘোষণা করে সরকার। যা ১২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়। পরে দ্বিতীয় দফায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর পুনরায় ৫ মে পর্যন্ত বিধিনিষেধ বর্ধিত করা হলেও সর্বশেষ ঘোষণায় আগামী ১৬ মে পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে।