মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (০৬ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা তিনবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের দাপ্তরিক ভবন রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দোপাধ্যায়। শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দল জিতলেও নিজ আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।নিজ আসনে পরাজিত হলেও মুখ্যমন্ত্রীর শপথ নেন তিনি। সংবিধান অনুযায়ী মমতাকে আগামী ছয় মাসের মধ্যে রাজ্যের কোনো একটি আসনে বিজয় অর্জন করতে হবে।এবার পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে রাজ্য ক্ষমতায় এসেছে।

You might also like