রবিবার নয়, মমতার মন্ত্রিসভার শপথ সোমবার

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারতঃ পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন আগামী সোমবার। তবে কোভিড সংক্রমণের জন্য শপথ অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত। মমতার শপথ গ্রহণেও কড়াকড়িভাবে কোভিড স্বাস্থ্যবিধি মানা হয়েছিল।আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১০ মে) সকাল ১১টায় রাজভবনে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

গত বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিসভার বাকি সদস্যদের ওই দিন শপথ গ্রহণ হয়নি। বাকি মন্ত্রীদের রোববার শপথ নেওয়ার কথা ছিল। তবে রাজভবন সূত্রে জানা গেছে, রোববার নয় মমতার মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন। ওই দিন বেলা ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। শপথ নেবেন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রীরা।এবার কোভিডের কারণে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান জাকজমক পূর্ণ হবে না বলে রাজভবন সূত্রে জানা গেছে। কোভিড বিধি মেনেই সমস্ত অনুষ্ঠান হবে।জানা গেছে, সোমবার শপথ নেওয়ার পরই মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে। ওই দিন বেলা ৩টা থেকে শুরু হবে বৈঠক। সেখানেই নতুন মন্ত্রীদের কাজ নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে, কারা কারা মমতার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন তা এখনও জানানো হয়নি। তৃণমূল সূত্রে জানা গেছে, রাজ্য মন্ত্রিসভায় পুরনোদের পাশাপাশি থাকবে অনেক নতুন মুখও।

You might also like