টিকা গ্রহণকারীদের মাস্ক ছাড়া থাকার অনুমতি দিল যুক্তরাষ্ট্র

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

যুক্তরাষ্ট্রঃ করোনার টিকা নেওয়া হয়ে গেলে যুক্তরাষ্ট্রবাসীর আর মাস্ক পরার দরকার নেই।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (১৪ মে) সকালে টুইট করে এ কথা জানান। টুইটে বাইডেন জানান, কোভিডের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আজ আমেরিকার জন্য বিশেষ দিন। (সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্টশন) সিডিসি জানিয়েছে কোনো ব্যক্তির টিকাকরণ সম্পন্ন হয়ে গেলে আর মাস্ক পরতে হবে না। এতো পরিশ্রমের পর অবশেষে একটু শান্তি। এখন ভ্যাকসিন পাওয়াও আরো সহজ। তিনি বলেন, কিছু ঘণ্টা আগেই সিডিসি ঘোষণা করেছে টিকাকরণ হয়ে গেলে সেই ব্যক্তিকে আর মাস্ক পরতে হবে না। আপনি ঘরে থাকুন বা বাইরে বের হন, সবক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। আমার মনে হয় দীর্ঘ লড়াইয়ে এটা একটা বড় মাইলফলক। কম সময়ে মার্কিনিদের টিকাকরণ হওয়ার ফলেই এটা সম্ভব হয়েছে।

You might also like