ভারতে সংক্রমণ কমলেও একদিনে মৃত্যু প্রায় সাড়ে ৪ হাজার
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
ভারতঃ করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ভারত। ভাইরাসে বিপর্যস্ত এই দেশটিতে চলছে মৃত্যুর মিছিল। রোববার (২৩ মে) দেশটিতে মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এলেও সোমবার তা আবারও এক লাফে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার হাজারের কাছাকাছি। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়েছে সাত শতাধিক। তবে আগের দিনের তুলনায় কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।সোমবার (২৪ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। যা রোববারের তুলনায় প্রায় ১৮ হাজার কম। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৪৫৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জনে। এর আগে রোববার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৩ হাজার ৭৪১ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ সোমবার এক লাফে প্রাণহানি বেড়েছে সাত শতাধিক।
দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এক সময় তা ছিল ৩৭ লাখেরও বেশি। গত দু’সপ্তাহে কমতে কমতে সেই সংখ্যা ২৭ লাখে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৮৫ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লাখ ২০ হাজার ৭১৬ জন। সূত্র: এএনআই