দুই বছর পেছালো এশিয়া কাপ
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পোর্টস ডেস্কঃ করোনা ভাইরাসের বৈশ্বিক সংক্রমণের কারণে স্থগিত হয়ে গেছে এ বছরের এশিয়া কাপ।আগামী মাসেই শ্রীলঙ্কার মাটিতে হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট মহাযজ্ঞের।মূলত গত বছর পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপের এই আসরটি।যদিও করোনার বিস্তারের কারণে সেটি স্থগিত করা হয়। এরপর সেটি পিছিয়ে চলতি বছর জুনে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারও নির্ধারিত সময়ে সেটি মাঠে গড়াচ্ছে না। এসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ বছরের এশিয়া কাপ হবে ২০২৩ সালে। ২০২২ সালে একটি এশিয়া কাপের সূচি আগে থেকেই রয়েছে। এর ফলে এ বছরের এশিয়া কাপটি পিছিয়ে আগামী বছর আয়োজনের সুযোগ নেই। তাই সেটা পিছিয়ে নেয়া হয়েছে ২০২৩ সালে। সেই বছরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।এসিসি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, ‘করোনা মহামারীর ঝুঁকি ও সীমাবদ্ধতার কথা মাথায় রেখে এসিসি ২০২০ সালের এশিয়া কাপ ২০২১ সালে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকে এসিসি এ বছর এশিয়া কাপ আয়োজনের চেষ্টা করে গেছে। তবে এফটিপিতে ঠাসা সূচির কারণে এ বছর এশিয়া কাপের জন্য কোনো সময় বের করা যাচ্ছে না।এশিয়া কাপটি ২০২৩ সালে পিছিয়ে নেয়া প্রসঙ্গে এসিসি বলেছে, ‘এই সংস্করণ মাঠে গড়াবে ২০২৩ সালে। কারণ ২০২২ সালে একটি এশিয়া কাপ গড়ানোর কথা রয়েছে আগে থেকেই।এ বছরের এশিয়া কাপ স্থগিতের অন্যতম কারণ দলগুলোর ঠাঁসা সূচি। এদিকে আইপিএল ও পিএসএলের অর্ধসমাপ্ত আসর স্থগিত হয়ে গেছে। এই দুটি ফ্র্যাঞ্চাইজি আসর আয়োজনের জন্যও ফাঁকা সময় খুঁজছে আয়োজকরা। তাই এশিয়া কাপও পিছিয়ে দেয়া হয়েছে।