আজ ঢাকা আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকান বজকির মঙ্গলবার (২৫ মে) ঢাকায় আসছেন।জাতিসংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানকালে বৈশ্বিক সমস্যা, বহুপক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি একটি বক্তৃতা দেবেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

You might also like