দেশে এলো ফাইজারের টিকা
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। সোমবার (৩১ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টার দিকে ইকে-৫৮৪ ফ্লাইট যোগে এ চালান এসে পৌঁছায়।শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, টিকার চালান বুঝে নিতে স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর ও ভ্যাকসিন বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক আজ রাত সাড়ে ১২টায় জাগো নিউজের সঙ্গে আলাপকালে বলেন, নির্ধারিত সময় সোমবার রাত ১১টা ২০ মিনিটে ফাইজারের টিকার প্রথম চালান এসে পৌঁছায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে টিকা হস্তান্তরের কার্যক্রম চলছিল।তিনি জানান, টিকাগুলো রাজধানী মহাখালীর ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এর কোল্ড স্টোরেজে রাখা হবে। এর চেয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হননি তিনি।গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার।