বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়ালো
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী:বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে মহামারি করোনা ভাইরাস। কয়েক দিন কিছুটা স্তিমিত থাকলেও গত দুই দিনে তা আবারও বেড়েছে। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ৯৮২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে ভারতে।২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪৫ হাজার ৭৯২ জন।শনিবার (১২ জুন) সকাল ৮টার দিকে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এরমধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।
বিশ্বজুড়ে করোনার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে এখনও রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৪৬ জন। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১৪ হাজার ৭৩৮ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৩২৪ জন।তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৯৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৮৮ জন।তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এছাড়া তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম স্থানে রয়েছে জার্মানি।