আটকে পড়া শ্রমিকদের ট্রেন ভাড়া দেবেন সোনিয়া গান্ধী

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ভারত: ভারতে লকডাউনের কারণে বিভিন্ন প্রদেশে আটকে পড়া শ্রমিকদের বাড়ি ফিরতে কংগ্রেস ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটি প্রত্যেক অভাবী ও অভিবাসী শ্রমিকের রেলযাত্রার ব্যয় বহন করবে। খবর এনডিটিভির।সোমবার সকালে এক চিঠিতে দলের পক্ষ থেকে এ ঘোষণা দেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

সোনিয়া গান্ধী ভারত সরকারের সমালোচনা করে বলেন, যখন আমাদের সরকার বিদেশে আটকা পড়া নাগরিকদের জন্য বিনামূল্যে বিমানভ্রমণ ব্যবস্থা করতে পারে, গুজরাটে কেবল একটি প্রকাশ্য কর্মসূচির জন্য পরিবহন ও খাবার বাবদ প্রায় ১০০ কোটি টাকা খরচ করতে পারে, রেল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর করোনা তহবিলের জন্য ১৫১ কোটি টাকা অনুদান দিতে পারে. তাহলে কেন আমাদের দেশের এই প্রয়োজনীয় সদস্যদের সঙ্গেও একই সৌজন্যবোধ দেখানো হবে না, বিশেষত অন্তত বিনামূল্যে রেলভ্রমণে তীব্র এ সংকটের সময়ে?সোনিয়া গান্ধী দাবি করেন, কেন্দ্র লকডাউন শুরুর বিষয়ে মাত্র চার ঘণ্টার নোটিশ দিয়েছিল, তাই শ্রমিক ও অভিবাসী শ্রমিকরা তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ পাননি।চিঠিতে সোনিয়া গান্ধী লেখেন, ১৯৪৭ সালে দেশভাগের পরে, এই প্রথম ভারত এমন বড় জাতীয় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। হাজার হাজার অভিবাসী শ্রমিক ও শ্রমিক পরিবার প্রিয়জনদের কাছে ফিরে আসার আকাঙ্ক্ষায় কয়েকশ’ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি যেতে বাধ্য হয়েছেন- খাবার, ওষুধ, টাকা ও যানবাহন ছাড়াই।

You might also like