যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবিদ

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাবিদ স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। দায়িত্ব নিলে তিনিই হবেন যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোনো মুসলিম স্বাস্থ্যমন্ত্রী।এক টুইট বার্তায় সাজিদ নিজেই এ ঘোষণা দিয়েছেন। এ ছাড়া স্থানীয় সময় শনিবার (২৬ জুন) দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সাজিদ জাবিদের নাম ঘোষণা করা হয়।এর আগে করোনা মহামারিতে স্বাস্থ্যবিধি ভেঙে সহকর্মীকে চুম্বন করার দায়ে খেয়ে সমালোচনার মুখে শনিবার (২৬ জুন) পদত্যাগ করেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। চুম্বন দৃশ্যের ছবি ভাইরাল হলে অনেকটা চাপের মুখেই পদত্যাগে বাধ্য হন হ্যানক।হ্যানককের পদত্যাগের কিছুক্ষণের মধ্যেই সাজিদ জাবিদকে নিয়োগ দেওয়া হয়। টুইট বার্তায় সাজিদ জাবিদ জানান, ‘এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছি। আশা করি, মহামারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে অবদান রাখতে পারব। মন্ত্রিসভায় অংশ নিয়ে দেশের সেবা করে যাব’।এর আগে গত বছর মন্ত্রিসভায় রদবদলের একটি সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বিরোধের জেরে সাজিদ জাবিদ অর্থমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়ান। তবে হ্যানককের পদত্যাগে আবার ভাগ্য খুলে গেল তার।

You might also like