ছাতকে অতিরিক্ত সিএনজি ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ সিএনজি ষ্ট্যান্ডের চালকদের কতৃক অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী।আজ রবিবার বিকেল ৫টায় স্থানীয় লাকেশ^রবাজারে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।হারিছ আলীর সভাপতিত্বে ও সাজলুজ্জামান দুদুর সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য ফিরোজ আলী, বর্তমান ইউপি সদস্য নোয়াব আলী,আলা মিয়া, মাস্টার আমির আলী, রইছ আলী, চাঁদ মিয়া, মনির মিয়া তালুকদার, মসব আলী, হাফিজ গিয়াস, জমসের আলী, ওয়াব উদ্দিন, ইরন মিয়া, খলিলুর রহমান,আব্দুল বারী, সুরাব আলী, মাস্টার ফরিদ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন লাকেশ^র, খিদ্রা, গোপালনগর, আনন্দনগর, মির্জাপুর, লাড়িরগাঁও, বড়পলিরগাঁও, ছোটপলিরগাঁও, সাতপাড়া, সদরপুরসহ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হলো গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ থেকে লাকেশ^র বাজার সিএনজি ষ্ট্যান্ড পর্যন্ত সড়ক। গত ১৫ জুন স্থানীয় ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ ও গ্রামের মুরব্বিয়ানদের সমন্নয়ে গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ সিএনজি ষ্ট্যান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকসহ অন্যান্য সদস্যদের উপস্থিতে সর্বসম্মতি ক্রমে গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ থেকে লাকেশ^র বাজার পর্যন্ত ৩০ টাকা, খিদ্রা পর্যন্ত ২৫ টাকা ও গোপালনগর পর্যন্ত ২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়। কিন্ত গোবিন্দগঞ্জ সাদাপুলের মুখ সিএনজি ষ্ট্যান্ডের চালকেরা নির্ধারিত ভাড়া না নিয়ে যাত্রী সাধারনের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। কোন যাত্রী অতিরিক্ত ভাড়া পরিশোধ করতে অপরগতা প্রকাশ করলে চালকেরা অসৌজন্যমুলক আচরন ও মারপিটের হুমকি প্রদান করছেন। এ ঘটনায় অত্র ষ্ট্যান্ডের সিএনজি চালকদের কতৃক দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপীসহ শান্তি স্মৃঙ্খলা ভঙ্গের আশংকাও রয়েছে বলেন বক্তারা।সাধারন মানুষদের কথা বিবেচনা করে রাস্তার সঠিক দুরত্ব নির্ণয়ের মাধ্যমে উল্লেখিত সড়কে সঠিক ভাড়া নির্ধারন করে দেওয়া ও শান্তি স্মৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছাতক থানার ওসিসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

You might also like