লকডাউন: সরকারের নির্দেশনা বাস্তবায়নে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সভা,মাঠে নেমেছে পুলিশ

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ করোনা ভাইরাসের কারনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ মিটিংয়ে জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর আল, ও পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে সীমিত আকারে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন।মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক সকাল ১১টায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ মো. শহিদুর রহমান ও এস আই প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের বিভিন্ন সংস্থার লোকজন শহরের পৌর বিপণীস্থ হয়ে,ট্রাফিক পয়েন্ট,সুরমা মার্কেট,মধ্যবাজার ও পশ্চিমবাজারে মাইকিং করে নিত্যপ্রয়োজনীয় কাচাবাজার,ঔষধের দোকান রিক্রা এবং গণমাধ্যমকর্মী ছাড়া দোকানপাঠ সবগুলো সীমিত পরিসরে বন্ধ করে দেন।আগামী ১ জুলাই থেকে কঠোর লকডাউনে সবাইকে দোকানপাঠ বন্ধ রাখাসহ সবাইকে ঘরের বাহিরে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়। একান্তই যারা প্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন তাদেরকে অবশ্যেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।

You might also like