সুনামগঞ্জে লকডাউনে বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেন জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সারাদেশের ন্যায় সুনামগঞ্জে প্রথমদিনের কঠোর লকডাউনে শহরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে জনসাধারনকে সচেতন করতে ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী,পুলিশ র‌্যাব,বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে তারা শহরের ট্রাফিক পয়েন্ট,সুরমা মার্কেট,মধ্যবাজার,পশ্চিম বাজার,কাজির পয়েন্টসহ বিভিন্ন রাস্তা ঘরে দেখেন। এ সময় ২৮ বর্ডারগার্ডের সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক তছলিম,সেনাবাহিনীর অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিজন কুমার সিংহ,র‌্যাবের কমান্ডিং অফিসার সিনছন আহমেদ,এনএসআই এর যুগ্ম পরিচালক ড. মো. রফিকুল ইসলাম,আনসার কমান্ডার সাজ্জাদ হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার,সদর মডেল থানার াফিসার ইনচার্জ মো. শহিদুর রহমানসহ বিভিন্ন সংস্থার সরকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন দেশে কঠোর লকডাউনের অংশ হিসেবে সুনামগঞ্জে সাধারন মানুষজনের মধ্যে তা মানার একটি প্রবণতা এবং সাড়া মিলেছে,তিনি সবাইকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করার আহবান জানান। মনে রাখতে হবে নিজে নিরাপদে থাকার ফলে তার পরিবারের প্রতিটি সদস্য নিরাপদে থাকলে দেশ ও জাতি নিরাপদে থাকবে। তিনি বলেই এই এক সপ্তাহের লকডাউনে শুধুমাত্র মাস্ক ব্যবহার করে রিক্রা শ্রমিকরা রিক্রা শহরে চালাতে পারবেন । আঞ্চলিক ও দূরপাল্লার যানবাহন,শপিং মহল,বিনোদন কেন্দ্র,বড় বড় মার্কেট বন্ধ থাকবে । তাছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাঠ,কাচাবাজার,ফার্মেসী গণমাধ্যমকর্মীরা লকডাউনের আওতার বাহিরে থাকবে। কোন জরুরী প্রয়োজন ছাড়া কেহ ঘরের বাহির না হতে নিদের্শনা দেয়া হয়েছে যারা আইন অমান্য করবেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ সরকার অসহায় ও নি¤œআয়ের মানুষদের জন্য আগামী দুয়েকদিনের মধ্যে খাদ্যসামগ্রী জেলা ও উপজেলা প্রশাসনের তরফ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলে আশ^স্থ করেন। তিনি আরো বলেন জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে জেলার ১১টি উপজেলায় এককোটি ১১ লাখ টাকা গত একসপ্তাহ আগে থেকেই দিয়ে রাখা হয়েছে। জেলা প্রশাসনের হাতে প্রচুর পরিমান চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী মজুত রয়েছে বলেও তিনি জানান।

You might also like