টিকা গ্রহণের বয়সসীমা ১৮ করার প্রক্রিয়া চলছে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুবিধার্থে ১৮ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তন থেকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাজধানীসহ সারাদেশে পুনরায় গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগস্ট মাসের মধ্যে ফাইজারের ৬০ লাখ ও এস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ টিকা দেশে আসছে।সারাদেশে শিগগিরই চিকিৎসক, নার্সসহ টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

You might also like