ছাতকে সরকারী চাল চুরির ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের-আটক ১

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ সুনামগঞ্জের ছাতকে সরকারী খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারকালে এক চুরকে হাতেনাতে আটক করা হয়েছে।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির অভিযান পরিচালনা করেন।এ সময় চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির (১০টাকা কেজির চাল) এর ডিলার ইউনিয়ন বিএনপি নেতা শামসুদ্দিনের গোদাম থেকে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।এ ঘটনায় ইউনিয়নের কেজাউরা গ্রামের মৃত, তৈয়ব আলীর ছেলে গিয়াস উদ্দিন ও সামছু উদ্দিন, টেটিয়ারচর গ্রামের মৃত. আব্দুল মন্œানের ছেলে ফজলুল করিম, খরিদিচর গ্রামের আরব আলীর ছেলে আবুল কালাম এবং পিকআপ ভ্যানের চালক অজ্ঞাতনামাসহ ৫ জনকে আসামী করে ছাতক থানায় মামলা (নং-৯) ০৬/০৬/২০ ইং দায়ের করা হয়।

জানা যায়, চালের বস্তা ববদল করে পিকআপ ভ্যানে তুলছিলেন গিয়াস উদ্দিন। তিনি বস্তা পাল্টিয়ে চটের বস্তায় সরকারি চাউল ভরে অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে তাদের সন্দেহ হলে পিকআপ ভ্যান আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নির্মল দেবনাথ।

খবর পেয়ে ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ঘটনাস্থলে তাৎক্ষনিক ছুটে আসেন। ডিলার মোঃ ফয়জুল করিমকে ঐ চালগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গুদামে আসতে বলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর ডিলার না আসাতে গুদামে অভিযান চালিয়ে গুদাম ঘরে সরকারি চালের হিসাবে গরমিল পাওয়া যায়। এসময় এসময় বস্তাবদল করা ১০০ বস্তা চাল ও ডিলারের সহযোগী ও ইউনিয়ন বিএনপি নেতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়। ছাতক থানার ওসি মোস্তফা কামাল মামরার সত্যতা স্বীকার করেছেন।ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গিয়াস উদ্দিনকে চালসহ আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ আইনে মামলা করা হয়েছে।

You might also like