অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইংল্যান্ডের বাংলাদেশ সফর
স্পোর্টস ডেস্ক
সত্যবাণী
বাংলাদেশঃ দিন দিন করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে। একই সঙ্গে করোনা আক্রান্তদের মৃত্যুর হারও অনেক বেড়েছে বাংলাদেশে। এ পরিস্থিতিতে করোনার অজুহাতে বাংলাদেশ সফর স্থগিত করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।করোনার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে ছিল সংশয়। তবে সব সংশয় দূর করে অজি ক্রিকেটাররা এখন বাংলাদেশে। মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।অস্ট্রেলিয়া আসলেও বাংলাদেশে আসছে না ইংলিশরা। করোনার অজুহাতে বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে তারা। এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচের ওয়ানডে এবং সমান ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের।