বাংলাদেশে সংখ্যালঘুদের ভোগান্তি ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে হিন্দু এসোসিয়েশন যুক্তরাজ্য
জুয়েল রাজ
সত্যবাণী
লন্ডন থেকে: বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ, কে এর সভাপতি প্রশান্ত দত্ত পুরকায়স্হ বি, ই, এম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিদল মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি প্রধান করেন। সহসভাপতি রবীন পাল, সাধারণ সম্পাদক সুজিত চৌধুরী, বাপ্পী দাম,বিজন দত্ত, কোষাধ্যক্ষ সুশান্ত হালদার ও অমিতাভ বণিক সে সময় উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতন, জমিদখল, জোরপূর্বক ধর্মান্তরিত, মিথ্যা মামলায় ডিজিটাল আইনে বন্দী ঝুমন দাস সহ সবার ভোগান্তির নিরসন ও ন্যায়বিচার সুনিশ্চিত করার দাবী জানান।মাননীয় হাইকমিশনার অত্যন্ত আগ্রহ ও আন্তরিকতার সাথে প্রতিনিধিদের বক্তব্য শুনেন ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।হাইকমিশনার প্রধানমন্ত্রীর নিকট স্বারকলিপি প্রেরণ ও সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও ভূক্তভোগীদের সাথে সংলাপ ও সমন্বয় সৃষ্টিতে সহায়তা করার ও আশ্বাস দেন।প্রতিনিধিরা শোকের মাসে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে পূর্ব লণ্ডনের আলতাব আলী পার্কে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও হাইকমিশনারের প্রতি আবেদন জানান। মাননীয় হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বঙ্গবন্ধুর সৃষ্ট অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতির নিদর্শন স্বরূপ প্রবাসে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশন ইউ, কে এর প্রয়োজনীয়তা ও ভূমিকার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের প্রতিনিধিদের এই তথ্যসমৃদ্ধ সংলাপ ও দেশে বিদেশে সেবামূলক কাজের জন্য প্রতিনিধিদলকে সাধুবাদ জানান ।
মাননীয় প্রধানমন্ত্রীর সহৃদয় নির্দেশনা ও হস্তক্ষেপে নির্যাতিত ও অসহায় মানুষের দু:খ লাঘব হবে বলে প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেন