আজ থেকে ওমরাহর আবেদন শুরু
আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী
সৌদি আরবঃ করোনার দুই ডোজ টিকা গ্রহণকারী বিদেশিরা আজ সোমবার নতুন হিজরি বর্ষের ১ মহরম থেকে পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন করতে পারবেন। এ আবেদনের মধ্যে দিয়ে ওমরাহ পালনের জন্য বিদেশিরা সৌদি আরব প্রবেশ করতে পারবেন।সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি, আলজাজিরা ও সৌদি গেজেটের খবরে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ৯ আগস্ট থেকে ওমরায় তারা ধাপে ধাপে বিদেশ থেকে আসা যাত্রীদের অনুমতির সংখ্যা বাড়াবে। বর্তমান ৬০ হাজার থেকে ধাপে ধাপে এই সংখ্যা ২০ লাখ পর্যন্ত বাড়ানো হবে।হারামাইন ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিদিন ৬০ হাজার এবং প্রতি মাসে ২ লাখ মানুষ ওমরাহ করতে পারবেন। ১৮ বছরের নিচে কেউ ওমরাহ করতে পারবেন না।ওমরার আবেদনের জন্য বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত করোনা ভাইরাস সংক্রমণরোধী টিকা গ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।